তাপমাত্রা ১২ ডিগ্রিতে নামতে পারে যেসব অঞ্চলে

0
তাপমাত্রা ১২ ডিগ্রিতে নামতে পারে যেসব অঞ্চলে

কয়েক দিন ধরেই দেশের উত্তরাঞ্চলে বইছে হিমেল হাওয়া, বেড়েছে কাঁপুনি ধরানো শীতের অনুভূতি। বিকেল নামলেই বাতাসে ছড়িয়ে পড়ছে ঠাণ্ডার ছোঁয়া।  মনে হচ্ছে, শীত যেন দুয়ারে কড়া নাড়ছে।

আবহাওয়া পূর্বাভাস বলছে, সামনে তাপমাত্রা আরও কমবে।  ইতোমধ্যে রাজশাহীতে তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসে। আগামী কয়েক দিনের মধ্যে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় পারদ নামতে পারে ১২ ডিগ্রির ঘরে।

রবিবার দেশের আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য জানিয়েছে।

এক ফেসবুক পোস্টে তারা জানায়, আজ রবিবার রাত থেকে ১৫ নভেম্বর রাত পর্যন্ত পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, শেরপুর, জামালপুর ও এর পার্শ্ববর্তী কিছু কিছু স্থানে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।

এ ছাড়া একই সময়ে দেশের অধিকাংশ স্থানের রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা সারা দেশেই ২৮-৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে।  তাই দিনে তেমন শীত অনুভব হবে না।

এদিকে, আবহাওয়া দপ্তরের দেওয়া ১২০ ঘণ্টার আবহাওয়া বার্তাতেও আগামী কয়েক দিন তাপমাত্রা কমার তথ্য জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here