তাপপ্রবাহের কবলে পড়েছে অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চল। এতে অঞ্চলটিতে দাবানলের ঝুঁকি বেড়েছে। এমতাবস্থায় দেশটির ভিক্টোরিয়া রাজ্যের বড় অংশজুড়ে আগুন জ্বালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, এরইমধ্যে গত সপ্তাহে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের গ্রাম্পিয়ানস ন্যাশনাল পার্কে বড় ধরনের দাবানল শুরু হয়েছে। এতে বাড়িঘর ও কৃষিজমি ধ্বংস হচ্ছে।
অস্ট্রেলিয়ার আবহাওয়া বিভাগ বলেছে, শনিবার কিছু এলাকায় তাপমাত্রা গড় তাপমাত্রার চেয়ে ১৪ ডিগ্রি সেলসিয়াস (২৫ দশমিক ২ ডিগ্রি ফারেনহাইট) বেশি হতে পারে। অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল রাজ্য ভিক্টোরিয়ার রাজধানী মেলবোর্নে শনিবার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে (৯৮ দশমিক ৬ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছাতে পারে।
মেলবোর্ন বিমানবন্দরে শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটের দিকে তাপমাত্রা ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস (৯১ ডিগ্রি ফারেনহাইট) ছিল। দেশটির আবহাওয়াসংক্রান্ত নথি অনুযায়ী, এ তাপমাত্রা অস্ট্রেলিয়ার জানুয়ারি মাসের গড় সর্বোচ্চ তাপমাত্রার তুলনায় ৬ ডিগ্রি বেশি।
ভিক্টোরিয়ার পশ্চিমাঞ্চলীয় উইমেরাসহ দুটি এলাকায় আগুন জ্বালানোর ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ১৮০ কিলোমিটারের বেশি জায়গাকে কর্তৃপক্ষ ‘চরম’ দাবানলের ঝুঁকিতে থাকা এলাকা হিসেবে চিহ্নিত করেছে। সূত্র: রয়টার্স