তানোরে পূত্রবধূকে ধর্ষণচেষ্টা মামলায় শ্বশুর গ্রেফতার

0

রাজশাহীর তানোরে পূত্রবধূকে ধর্ষণচেষ্টার মামলায় শ্বশুর হাবিবুর রহমানকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যার দিকে তাকে গ্রেফতার করা হয়। হাবিবুর রহমান তানোরের মোহাম্মদপুর গ্রামের সইমুদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ১২ মার্চ বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজ পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা করে শ্বশুর হাবিবুর। পরে লোকলজ্জায় ওই গৃহবধূ কাউকে কিছু না জানিয়ে তার বাপের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা দীঘিপাড়া গ্রামে চলে যান। স্ত্রীকে ফিরিয়ে আনতে স্বামী রবিউল নাচোলে যান শুক্রবার। 

এরপর স্ত্রী রবিউলকে সেদিনের ঘটনা খুলে বলেন। এরপর শুক্রবার বিকেলে রবিউল তার শ্বশুর বাড়ি থেকে একা ফিরে এসে বাবা হাবিবুর রহমানের সঙ্গে বিবাদে জড়ান। এর পর এলাকাবাসী এ ঘটনা জানতে পেরে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে উত্তেজিত গ্রামবাসীর কাছে থেকে অভিযুক্ত হাবিবুরকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় ছেলে রবিউল ইসলাম বাদী হয়ে তার বাবা হাবিবুরের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেছেন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, মামলার পর হাবিবুরকে গ্রেফতার দেখানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here