তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচে সোমবার (১৮ মার্চ) শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচের আগে অনুশীলন করতে গিয়ে চোটে পড়েছেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব। যে কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। এই পেসারের পরিবর্তে হাসান মাহমুদকে শেষ ওয়ানডের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সাকিবের চোট নিয়ে বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, ‘তানজিম সাকিব তার ডান পায়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছে। যে কারণে আজ অনুশীলন করতে পারেনি এবং আগামীকাল ম্যাচ খেলার জন্য যথেষ্ট ফিট না।’
আগামীকাল সোমবার (১৮ মার্চ) সিরিজের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজে ১-১ এ সমতা বিরাজ করছে। তাই শেষ ওয়ানডেটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।