সর্বশেষ ইর্মাজিং এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আসন্ন এশিয়া কাপের দলে জায়গা পেয়েছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। জাতীয় দলের ক্যাম্পে টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কাজ করা নিয়ে জানালেন প্রতিক্রিয়া। এ ছাড়া প্রথমবারের মতো দলে ডাক পেয়ে নিজের অনুভূতির কথাও লুকোলেন না তরুণ এই ক্রিকেটার।
বৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বলছিলেন, ‘প্রথমত, আলহামদুল্লিলাহ যে জাতীয় দলে সুযোগ পেয়েছি। তারপরও এশিয়া কাপের মতো একটা মঞ্চে সুযোগ পেয়েছি। সিনিয়রদের সঙ্গে এর আগেও খেলা হয়েছে আমার। বিভিন্ন স্থানীয় টুর্নামেন্টগুলোতে, বিসিবি প্রেসিডেন্ট কাপ, সব জায়গাতেই খেলা হয়েছে। উপভোগ করছি অনেক।’