তাড়াহুড়া না করলে সেঞ্চুরি হতো: লিটন

0

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১৬ বছরের রেকর্ড ভেঙেছেন লিটন দাস। বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এদিন লিটন তুলে নিয়েছেন দ্রুততম অর্ধ-শতক। মোহাম্মদ আশরাফুলকে টপকে লিটনই এখন দ্রুততম অর্ধ-শতকের মালিক। ১৮ বলে দ্রুততম ফিফটির রেকর্ডটি করেন তিনি। তবে সেঞ্চুরির করার সুযোগ থাকলেও লিটন সেটি কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। ব্যক্তিগত ৮৩ রানে থাকা অবস্থায় ফিরেছেন প্যাভিলিয়নে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অনুভূতি প্রকাশ করতে গিয়ে লিটন বললেন, ‘ভালো অনুভূতি।’ মাঠে নিজের এই রেকর্ডের কথা জেনেছেন কিনা এমন প্রশ্নের উত্তরে লিটন জানালেন, ‘না, আমি আগেও বলেছি, কখনই রেকর্ড নিয়ে চিন্তাও করি না।’

দল ধারাবাহিক জিততে থাকায় তাতে তৃপ্ত লিটন জানালেন, ‘অবশ্যই। জেতার জন্যই তো মাঠে নামি আমরা সবসময়। যেভাবে জিতেছি অবশ্যই… আমরা যে চিন্তাভাবনা করছিলাম, যেভাবে ক্রিকেটটা খেলতে চাচ্ছিলাম, যেই ব্র্যান্ড অব ক্রিকেট, আমার মনে হয় শেষ দুই ম্যাচ আমরা ওভাবে ভালোই খেলেছি।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here