তাওহিদ হৃদয়ের মতো খুব বেশি ক্রিকেটার নেই: নিক পোথাস

0

বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে দারুণ পারফরম্যান্সের সুবাদে তার জাতীয় দলে জায়গা হয় তাওহিদ হৃদয়ের। দেশের জার্সি গায়ে জড়িয়েও সেই একই পারফরম্যান্সের ধারাবাহিকতা। প্রথম ওয়ানডেতেই খেলেন ঝকঝকে ৯২ রানের ইনিংস। কিছুদিন আগে ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তার পারফরম্যান্সেও ছিল উজ্জ্বল। তাকে কাছ থেকে দেখে মুগ্ধ জাতীয় দলের সহকারী কোচ নিক পোথাস। 

এই ব্যাটসম্যানকে ঘিরে বড় আশা পোথাসের। বাংলাদেশের দায়িত্ব পোথাস খুব বেশিদিন হলো নেননি। কিন্তু অল্পকয়েক দিনেই হৃদয়কে মনে ধরেছে তার, ‘প্রথমেই যেটি জোর দিয়ে বলতে চাই, সে (হৃদয়) দারুণ! তার ওয়ার্ক এথিকস অবিশ্বাস্য এবং সফল হওয়ার তাড়নাটা আছে। একইসঙ্গে স্কিলও অনেক… অনেক বেশি। হৃদয়ের ব্যাপারে রোমাঞ্চকর বিষয় হলো, এই স্কিল নিয়ে ওর অনেক উঁচুতে যাওয়ার সম্ভাবনা আছে৷ এটি আমি বিশ্বাস করি।’

তাকে ঘিরে বড় আশা পিথাসের, ‘খুব বেশি ক্রিকেটার নেই, যারা আন্তর্জাতিক ক্রিকেটে এসেই তার মতো খেলতে পেরেছে। এটি সহজাত ব্যাপার। আমরা আশা করি, এই ছেলেরা এসেই বিশ্ব মাতাবে। এটি সম্ভব নয়। হৃদয়ের যেটা আছে, তা হলো অনেক সম্ভাবনা ও শেখার তাড়না। ওয়ার্ক এথিক অনেক উঁচুতে। আমি রোমাঞ্চিত যে, সে কতটা কী করতে পারে।’ 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here