বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি সম্প্রতি কূটনৈতিক নীতি-বিষয়ক এক ভাষণে চীন সম্পর্কে যেসব কথা বলেছেন, তা পুরোনো এবং অযৌক্তিক। দেশটির উচিত তাইওয়ান, হংকং ও সিনচিয়াং বিষয়ে হস্তক্ষেপ এবং চীনের বিরুদ্ধে অযৌক্তিক অভিযোগ বন্ধ করা।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন।
মাও নিং আরও বলেন, হংকং, সিনচিয়াং ও তাইওয়ান বিষয় চীনের অভ্যন্তরীণ ব্যাপার। তবে বৃটেন সেসব বিষয়ে চীনকে অপবাদ দেয়, তা অযৌক্তিক এবং অবৈধ। বৃটেনের উচিত দু’দেশের সম্পর্ক উন্নয়ন এবং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য অনুকূল আচরণ করা।