তাইওয়ানে নিষিদ্ধ হলো চীন অ্যাপ ‘রেডনোট’

0
তাইওয়ানে নিষিদ্ধ হলো চীন অ্যাপ ‘রেডনোট’

তাইওয়ানে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ ‘রেডনোট’ নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় রেডনোট অ্যাপটির ব্যবহার এক বছরের জন্য স্থগিত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, মূলত নিরাপত্তা ঝুঁকির কথার বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তাইওয়ানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ হচ্ছে, ২০২৪ সাল থেকে এখন পর্যন্ত ১৭ শ’রও বেশি প্রতারণার ঘটনায় রেডনোট প্ল্যাটফর্মটির জড়িত থাকার প্রমাণ পেয়েছে তারা। এই প্রেক্ষিতে নেওয়া সরকারের এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে তাইওয়ানের রাষ্ট্রপতির দপ্তরও।

তাইওয়ানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, সরকার রেডনোটের সাথে ডেটা সুরক্ষা নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা সম্পর্কে জানতে চেয়ে যোগাযোগ করেছে। কিন্তু চীনা প্ল্যাটফর্মটি তাতে সাড়া দেয়নি।

উল্লেখ্য, ইনস্টাগ্রামের মতো দেখতে রেডনোট অ্যাপটি চীনা ভাষায় শাওহংশু নামে পরিচিতি। তাইওয়ানে এর প্রায় ৩ মিলিয়ন অর্থাৎ ৩০ লাখ ব্যবহারকারী রয়েছে। যদিও নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে মন্তব্য জানতে চেয়ে বার্তা সংস্থা রয়টার্সের তরফ থেকে যোগাযোগ করা হলেও এখনও পর্যন্ত অ্যাপটির কর্তৃপক্ষ কোনো প্রতিক্রিয়া জানায়নি।

তবে রেডনোট নিষিদ্ধ করার সরকারের সিদ্ধান্তকে সেন্সরশিপ বলেছেন, তাইওয়ানের বৃহত্তম বিরোধী দল কুওমিনতাং-এর চেয়ারম্যান চেং লি-উন। চীন সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা চেং লি-উন নিজের ফেসবুক পেজে লিখেছেন, অনলাইনে অনেকেই ইতোমধ্যেই জিজ্ঞাসা করছেন ‘কীভাবে ফায়ারওয়াল এড়িয়ে শাওহংশুতে প্রবেশ করা যায়? 

তিনি বলেন, অ্যাপটিকে নিষিদ্ধ করার অর্থ হচ্ছে মানুষের ইন্টারনেট স্বাধীনতাকে সীমাবদ্ধ করে ফেলা। এভাবে জাতীয় নিরাপত্তার নামে ইন্টারনেট স্বাধীনতা এবং বাকস্বাধীনতাকে সীমাবদ্ধ এবং শ্বাসরুদ্ধ করা হয়েছে বলেও মত দেন তিনি। এর জন্য দেশটির ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টিকে দায়ী করেছেন চেং লি-উন। 

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক আমেরিকায় নিষিদ্ধ হতে পারে, এমন সম্ভাবনার প্রেক্ষাপটে প্রতিবাদস্বরুপ অনেক আমেরিকানই চীনা অ্যাপ রেডনোট ব্যবহার করতে শুরু করে। তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর টিকটক নিষিদ্ধের বিষয়টি অনেকাংশেই সুরাহা হয়েছে।

ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, ইউটিউবের মতো পশ্চিমা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর ব্যবহার আরও আগে থেকেই নিষিদ্ধ আছে চীনে। তবে গণতান্ত্রিক শাসনব্যবস্থার দেশ তাইওয়ানে সাধারণত এমন বিধিনিষেধ দেখা যায় না। ভূরাজনৈতিক কারণেও চীনা অ্যাপ্লিকেশন ব্যবহারের বিষয়ে জনগণকে সতর্ক করে আসছে তাইওয়ান সরকার। মূলত চীন থেকে মিথ্যা ও ভুয়া তথ্য এবং অপতথ্য আসার ঝুঁকি আছে বলেই মনে করে দেশটি।

‘রেডনোট’ অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা, মূলত শহর-কেন্দ্রিক তরুণীরা বিভিন্ন বিষয়ে পরামর্শ আদানপ্রদান করে থাকেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here