সর্বাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী সমাধান এবং নতুন পণ্যের সমাহার নিয়ে তাইওয়ানের রাজধানী তাইপেতে শুরু হচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি প্রদর্শনী ‘টাইট্রনিক্স অ্যান্ড এআইওটি তাইওয়ান–২০২৫’-এর ৫১তম আসর।
বুধবার তাইপের নানগ্যাং এক্সিবিশন সেন্টারে তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন হবে। এতে অংশ নিচ্ছে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২৯ সদস্যের প্রতিনিধি দল, যার নেতৃত্ব দিচ্ছেন বিসিএস পরিচালক মো. ইকবাল হোসাইন এবং জেনারেল ম্যানেজার মোহাম্মদ তোজাম্মেল উদ্দিন সিকদার।
এই প্রযুক্তি প্রদর্শনীতে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা অংশ নেবেন। তাদের সঙ্গে বাণিজ্যিক আলোচনা, ব্যবসায়িক নেটওয়ার্কিং, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণের উদ্দেশ্যে বিসিএস নেতারা ও সদস্যরা বিভিন্ন সেমিনার ও কর্মশালায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।
প্রদর্শনীটি আয়োজন করেছে তাইওয়ান এক্সটারনাল ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিল (টাইট্রা) এবং তাইওয়ান ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (টিইইএমএ)। শুক্রবার আনুষ্ঠানিকভাবে তিন দিনব্যাপী আয়োজিত প্রদর্শনীটি শেষ হবে।
টাইট্রনিক্স হলো একটি আন্তর্জাতিক ইলেকট্রনিক্স শো, আর এআইওটি তাইওয়ান হচ্ছে তাইওয়ানের আন্তর্জাতিক প্রযুক্তি প্রদর্শনী। ইভেন্টে দর্শনার্থীরা সর্বাধুনিক পণ্য সরাসরি পর্যালোচনা এবং উদীয়মান প্রযুক্তির ট্রেন্ড সম্পর্কে জানার সুযোগ পান।

