চীনের তুমুল আপত্তি ও হুঁশিয়ারি উপেক্ষা করেই তাইওয়ানের কাছে ৬১৯ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি তাইওয়ানকে এফ-১৬ বিমানসহ আধুনিক সমরাস্ত্র দেওয়ার এই চুক্তি অনুমোদন করেছে।
বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, এই প্যাকেজের আওতায় তাইওয়ানের কাছে ১০০টি হাই-স্পিড অ্যান্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্র, ২০০ এআইএম-১২০সি-৮ অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জ এয়ার-টু এয়ার ক্ষেপণাস্ত্র এবং লঞ্চার ও প্রশিক্ষণের জন্য ডামি ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র।
এছাড়াও চীনা আগ্রাসন রুখতে তাইওয়ানকে সবধরনের সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর।
সূত্র: এএফপি