তাইওয়ান কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে, চীনের একটি স্যাটেলাইট দক্ষিণ তাইওয়ানের আকাশসীমার ওপর দিয়ে উড়ে গেছে। এই ঘটনায় তাইওয়ানজুড়ে মোবাইল ফোন ব্যবহারকারীরা ‘এয়ার রাইড অ্যালার্ট’ পেয়েছেন এবং তাদের ‘সুরক্ষার জন্য সচেতন থাকতে’ সতর্ক করা হয়।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চীনের সিচুয়ান প্রদেশের শিচাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে স্থানীয় সময় ৩টা ৩ মিনিটে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।
তাইওয়ান জানিয়েছে, তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিস্থিতি সম্পর্কে ‘যথাযথভাবে সতর্ক ও প্রতিক্রিয়া জানাতে’ স্যাটেলাইটের গতিপথ পর্যবেক্ষণ করছে।
তাইওয়ানের গণমাধ্যম বলছে, এই প্রথম তাদের সরকার দ্বীপব্যাপী এ ধরনের সতর্কতা জারি করেছে।