তাইওয়ানকে ‘বারুদের গুদামে’ পরিণত করছে যুক্তরাষ্ট্র : অভিযোগ চীনের

0

যুক্তরাষ্ট্র তাইওয়ানকে ‘বারুদের গুদামে’ পরিণত করছে বলে অভিযোগ করেছে চীন। মার্কিন সরকারকে তাইওয়ানের কাছে সমরাস্ত্র বিক্রি বন্ধ করারও আহ্বান জানিয়েছে বেইজিং।

শুক্রবার বেইজিং এক ব্রিফিংয়ে এ আহ্বান জানান চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। 

ওই ফোরামে মার্কিন অস্ত্র রপ্তানিকারকদের একটি প্রতিনিধিদল তাইওয়ানের সঙ্গে আমেরিকার প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সাম্প্রতিক সময়ে আমেরিকা ও তাইওয়ান কর্তৃপক্ষ তাদের মধ্যে সামরিক সহযোগিতা শক্তিশালী করেছে। এ ঘটনা প্রমাণ করছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানকে একটি গোলাবারুদেরে গুদামে পরিণত করেছে যা শুধুমাত্র আমাদের ‘তাইওয়ানি স্বদেশি বন্ধুদের’ জন্য সমস্যা তৈরি করবে।

তিনি আরো বলেন, তাইওয়ানের কাছে সমরাস্ত্র বিক্রি ‘এক চীন নীতির’ সম্পূর্ণ লঙ্ঘন। চীন বিষয়টি মেনে নেবে না বলে তিনি জানান। মাও সতর্ক করে দিয়ে বলেন, তাইওয়ানের অভ্যন্তরীণ ইস্যুতে যেকোনো ‘বিদেশী হস্তক্ষেপের’ পরিণতির দায় হস্তক্ষেপকারী দেশকে নিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here