তরুণ নেতৃত্বের পথে হাঁটছে বিজেপি?

0
তরুণ নেতৃত্বের পথে হাঁটছে বিজেপি?

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি পরিবর্তনের বার্তা দিচ্ছে। একে অনেকে দেখছেন বড়সড় বাঁক বদলের ঘটনা হিসেবেও। বিহারের মন্ত্রী নীতিন নবীনকে ভারতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। দলীয় সূত্রের মতে, এই সিদ্ধান্ত বিজেপির নেতৃত্বে প্রজন্মগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এবং ভবিষ্যতে তিনি বর্তমান সভাপতি জে পি নাড্ডার স্থলাভিষিক্ত হতে পারেন বলে জল্পনা জোরদার হয়েছে।

৪৫ বছর বয়সী নীতিন নবীন বিজেপির ইতিহাসে সর্বকনিষ্ঠ জাতীয় সভাপতি পর্যায়ের নেতা হিসেবে দায়িত্ব পেলেন। বয়সে তরুণ হলেও রাজনৈতিক অভিজ্ঞতায় তিনি যথেষ্ট পরিপক্ব। তিনি টানা পাঁচবার বিহার বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছেন এবং রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নীতীশ কুমারের মন্ত্রিসভায় তিনি সড়ক নির্মাণ ও নগর উন্নয়ন ও আবাসন দপ্তরের দায়িত্বে রয়েছেন।

দলীয় নেতৃত্বের দাবি, সংগঠনের কাজে নীতিন নবীনের অভিজ্ঞতা দুই দশকেরও বেশি। বিজেপির যুব মোর্চা থেকে উঠে এসে তিনি জাতীয় স্তরে নানা সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। ছত্তিশগড়ে দলের নির্বাচন ইনচার্জ হিসেবেও তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে। পূর্ব ভারত থেকে প্রথমবারের মতো কোনো নেতা বিজেপির শীর্ষ নেতৃত্বে এই পর্যায়ে পৌঁছনোয়, দলের পূর্বমুখী কৌশলের প্রতিফলনও এতে স্পষ্ট বলে মনে করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here