চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নে সুমাইয়া আক্তারের (১৮) ঝুলন্ত মরদেহ পুলিশ উদ্ধার করেছে। শনিবার দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুমাইয়া ওই ইউয়িনের বিষোরবন্ধ গ্রামের সরদার বাড়ির স্বপন সরদারের মেয়ে।
বাড়ীর লোকজন জানান, সুমাইয়া শুক্রবার রাতে খাবার শেষ করে নিজ কক্ষে ঘুমানোর জন্য চলে যান এবং পরিবারের সদস্যরা যে যার মত রাতে ঘুমিয়ে পড়েন। সকাল সাড়ে ৯ টার দিকে তার বাবা স্বপন নাস্তার জন্য সুমাইয়াকে ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ না পেয়ে রুমের দরজা ভেঙে প্রবেশ করে দেখতে পায় সে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরবর্তীতে ডাক চিৎকারে ভিকটিমের ঝুলন্ত মরদেহ তার পরিবার ও বাড়ির আশপাশের লোকজন দেখতে পান।
ফরিদগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো এবং অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আইনী ব্যবস্থা শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।