‘তরুণদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ার প্রত্যয়’

0

মাহবুব নাহিদ কাটখোট্টা কর্পোরেট পেশাগত জীবনের পাশাপাশি লেখক সত্তাকে জাগ্রত রেখে একটা শ্রেণির কাছে জনপ্রিয়তা পেয়েছেন।

মাহবুব নাহিদ চান এমন এক প্রজন্ম তৈরি হবে, যাদের অবসর কাটবে বইয়ের পাতায়। সাহিত্য চর্চার মাধ্যমে সৃষ্টি করবে নতুন সব রচনা।

লেখক মাহবুব নাহিদ একজন কলামিস্টও। তিনি নিজে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনও পরিচালনা করেন। 

নাহিদ ‘একশো তরুণের হার না মানার গল্প’ বইয়ের সম্পাদক। তিনি জনপ্রিয় ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে লিখেছেন বই। লেখালেখির জন্য তিনি পেয়েছেন আর্টলিট সেরা বই পুরষ্কার, পেয়েছেন দাঁড়িকমা প্রকাশনীর বেস্ট অব দ্যা বেস্টসেলার পুরষ্কার, পেয়েছেন আবুল মনসুর আহমেদ প্রবন্ধ পুরষ্কার। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here