তিন দশকেরও বেশি সময় ধরে দর্শকদের কাছে তুমুল জনপ্রিয় হলিউডের স্পাই-অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘মিশন ইম্পসিবল’। এ পর্যন্ত মুক্তি পেয়েছে সিরিজের সাতটি কিস্তি, এখন অষ্টম সিনেমা ‘মিশন ইম্পসিবল: ডেড রেকনিং – পার্ট ২’ মুক্তির অপেক্ষা। সিনেমাটি আগামী ২৩ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ফের শ্বাসরুদ্ধকর মিশন নিয়ে ফিরছেন টম ক্রুজ। তবে চারদিকে গুঞ্জন উঠেছে, এ কিস্তিই হতে পারে ইথান হান্টের শেষ অভিযান!
সম্প্রতি টম ক্রুজ ও পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়ারি এ বিষয়ে নিজেদের মতামত দিয়েছেন। এক সাক্ষাৎকারে ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ ঘিরে জল্পনা-কল্পনার কথা বলেছেন তারা। যদিও কেউই গুঞ্জনের বিষয়ে কোনো সুনির্দিষ্ট উত্তর দেননি, তবুও দুজনেই ইঙ্গিত দিয়েছেন যে, ‘দ্য ফাইনাল রিকনিং’ ইথান হান্টের গল্পের একটি চূড়ান্ত অধ্যায় হিসাবে তৈরি হয়েছে।
অষ্টম কিস্তি প্রসঙ্গে ক্রুজ বলেছেন, ‘আপনাকে সিনেমাটি দেখতে হবে।
এ মুহূর্তে এটি নিয়ে আলোচনা করা আমার পক্ষে কঠিন। কারণ, এটি আসলে এমন কিছু যা আপনাকে অনুভব করতে হবে।’
এদিকে, সিডনি মর্নিং হেরাল্ডকে দেওয়া সাক্ষাৎকারে টম ক্রুজ পরবর্তী বছরগুলোতে ইথান হান্টের চরিত্রে অভিনয় চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
অন্যদিকে, পরিচালক ম্যাককোয়ারি বলেন, ‘আমি আশা করি, এটি ৩০ বছরের গল্পের সন্তোষজনক উপসংহার। আমি মোটামুটি নিশ্চিত, দর্শক মনে করবে সিনেমার নামটি উপযুক্ত ছিল।
এবারের মিশন টমের শেষ মিশন হতে যাচ্ছে এমন ধারনার অন্যতম কারণ ‘ডেড রেকনিং পার্ট টু’র নাম বদলে ‘ফাইনাল রেকনিং’ রাখা। এছাড়া টম ক্রুজের বয়সও একটা বড় বিষয়।
‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০২৪ সালেই। কিন্তু নানা জটিলতার কারণে এটি পেছানো হয়। অবশেষে মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ২৩ মে।