ঘোষিত নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করে বরিশালে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর ইসলামী আন্দোলনের সহসভাপতি মাওলানা মো. নাসির আহমেদ কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় নেতারা। বক্তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন ঘোষিত এক তরফা তফসিল বাতিলের দাবি জানান।