তফসিল প্রত্যাখ্যান করে মালয়েশিয়া বিএনপির সংবাদ সম্মেলন

0

ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে অবৈধ ও একপেশে উল্লেখ করে অবিলম্বে তা বাতিল করে দেশের সমস্ত রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের মাধ্যমে নির্দলীয় নিরেপক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মালয়েশিয়া শাখা ।

রবিবার দুপুরে রাজধানী কুয়ালালামপুরের একটি হল রুমে বিএনপি মালয়েশিয়া শাখা আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মালয়েশিয়া শাখা নেতৃবৃন্দ এ দাবি জানান। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মালয়েশিয়া বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান ।
এ সময় ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বলেন, সরকারের আজ্ঞাবহ আউয়াল কমিশনার দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর মতামতকে উপেক্ষা করে বর্তমান সরকারকে ভোট ডাকাতিতে সহযোগিতা করতে একটি পাতানো নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর ন্যায় আমরা মালয়েশিয়া বিএনপি তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। কেয়ারটেকার সরকার ব্যতিত নির্বাচনী তফসিল মানে না প্রবাসীরা। তাই অবিলম্বে শেখ হাসিনার পদত্যাগ এবং নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করতে হবে।
মালয়েশিয়া বিএনপি সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মোশারফ হোসেন বলেন, বিএনপির চলমান আন্দোলন এক দফা চলবে। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশের মত এই প্রবাসেও আন্দোলন অব্যাহত থাকবে এবং শেষ পর্যন্ত জনগণেরই জয় হবে ইনশাআল্লাহ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here