তথ্য সুরক্ষায় ইমোর অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন

0
তথ্য সুরক্ষায় ইমোর অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন

ডিজিটাল যোগাযোগের নিরাপত্তা নিশ্চিতে ‘ইমো’ তাদের প্ল্যাটফর্মে অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করছে। ফলে ব্যবহারকারীদের পাঠানো মেসেজ, ছবি, ভিডিও এবং ভয়েস বা ভিডিওকল সম্পূর্ণভাবে ব্যক্তিগত ও সুরক্ষিত থাকে।

ইমোর অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন ব্যবস্থায় প্রতিটি বার্তা ও কল পাঠানোর আগে এনক্রিপ্ট করা হয় এবং তা শুধু প্রাপকের ডিভাইসেই ডিক্রিপ্ট হয়। অর্থাৎ যিনি বার্তা বা কল গ্রহণ করছেন, কেবল তিনিই সেটি দেখতে বা শুনতে পারেন। ট্রান্সমিশনের পুরো সময় অডিও এবং ভিডিও ডেটা এনক্রিপ্টেড থাকে এবং ইমোর সার্ভার বা নেটওয়ার্কের কোথাও তা পাঠযোগ্য অবস্থায় সংরক্ষিত হয় না।  এ ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহারকারীর ডিভাইসে স্বতন্ত্র এনক্রিপশন কি সংরক্ষিত থাকে, যা কখনোই নেটওয়ার্কে পাঠানো হয় না।

ফলে তৃতীয় পক্ষের মাধ্যমে ডেটা আটকানো বা অননুমোদিত প্রবেশের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায়। এ ছাড়া প্রতিটি চ্যাট, ভয়েস কল বা ভিডিওকলের জন্য আলাদা এনক্রিপশন পরিবেশ তৈরি করা হয় এবং নিরাপত্তা জোরদারে নিয়মিতভাবে এনক্রিপশন কি রিফ্রেশ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here