‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে ভোট হতে দেওয়া হবে না’

0

বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন বলেছেন, নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার আগ পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার এ আন্দোলন ছেড়ে বিএনপি নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে ভোট হতে দেওয়া হবে না।

শুক্রবার বিকেলে শহরের নতুনহাটে জেলা বিএনপির আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

এসময় আরো বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হেলালুজ্জামান তালুকদার, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক নান্নু, জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, পাঁচবিবি উপজেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ডালিম, ক্ষেতলাল উপজেলা বিএনপির আহবায়ক খালেদুল মাছুদ আঞ্জুমান, জেলা যুবদলের আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু রায়হান উজ্জ্বল প্রধান, যুগ্ম আহবায়ক রেজভি আহমেদ, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান,  জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান প্রমুখ।

দলের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও জয়পুরহাট জেলা বিএনপির প্রয়াত আহবায়ক অধ্যক্ষ  শামসুল হকের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here