তক্ষক কিনতে দোকানের টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের টেরিবাজারের মাস্টার মার্কেটের রাবেতা ক্লথ স্টোরের কর্মচারী এমরানুল হক ও তার সহযোগী মোক্তার আহমদকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে কক্সবাজারের চকরিয়া থানার পুকুরিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় নগদ ৯ লাখ ৫০ হাজার টাকা এবং দুটি চেক উদ্ধার করা হয়। এমরানুলের বাড়ি সাতকানিয়া উপজেলার দক্ষিণ হাতিয়ারকুল এবং মোক্তার পুকুরিয়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এমরানুলকে দোকানের মালামাল কেনার টাকা পরিশোধের জন্য নগদ সাড়ে ৯ লাখ ৬৩ হাজার ৫শ’ টাকা এবং ১ লাখ ৬২ হাজার টাকার দুটি চেক দেন টেরিবাজার মাস্টার মার্কেটের রাবেতা ক্লথ স্টোরের মালিক কামরুল ইসলাম। সেই টাকা পাওনাদারদের ব্যাংক একাউন্টে পরিশোধের জন্যে দোকান থেকে বের হয় এমরানুল। কিন্তু নির্দিষ্ট সময় পার হওয়ার পরেও সে টাকা পরিশোধ করে দোকানে ফিরে যায়নি এমরানুল। পরবর্তীতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যাচ্ছিলো না। পরদিন দোকান মালিক কোতোয়ালী থানায় টাকা আত্মসাতের মামলা করেন। এর ধারাবাহিকতায় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।