ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকের গায়ে হাত তোলা ও চিকিৎসার কাজে ব্যাঘাত ঘটানোর অভিযোগে তিনজনকে দুই মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. শাকিব হোসেন (২৫), মো. শাহরিয়ার নাজিম রবিন (২১) ও ইমতিয়াজ আহামেদ (২৫)।
তাদেরকে গতকাল রাতে আটক করা হয়। পরে স্পেশাল ম্যাজিস্ট্রেট তাদেরকে দুই মাস করে সশ্রম কারাদণ্ড দেন।

