ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বীর মুক্তিযোদ্ধা, লেখক, শিশু সংগঠক ও সাবেক সংসদ সদস্য (এমপি) অধ্যাপক পান্না কায়সারের জানাজা সম্পন্ন হয়েছে।
রবিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজের পরে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মসজিদের খতিব সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
গত শুক্রবার (৪ আগস্ট) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন অধ্যাপক পান্না কায়সার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
অধ্যাপক পান্না কায়সার শহীদ বুদ্ধিজীবী শহিদুল্লা কায়সারের সহধর্মিণী এবং অভিনেত্রী শমী কায়সারের মা।
১৯৫০ সালের ২৫ মে জন্মগ্রহণ করেন অধ্যাপক পান্না কায়সার। তার আরেক নাম সাইফুন্নাহার চৌধুরী। ১৯৯৬-২০০১ সালের জাতীয় সংসদে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন তিনি।