নীলাকাশে সাদা মেঘের ভেলা। কাশফুলের সমারোহ। শিউলি ঝরা প্রভাত। ঘাসের ওপরে শিশির বিন্দু। গভীর রাতে শীত শীত আমেজ যেন আশ্বিনে শারদীয় আবেশ লেগে আছে প্রকৃতিজুড়ে। একই সাথে ঢাকের বাদ্য, ধুপের ধোঁয়া, শঙ্খ আর উলুধ্বনিতে সমুদ্র উপকূলীয় পটুয়াখালীর কলাপাড়ার প্রতিটি পূজা মণ্ডপ মুখরিত হয়ে উঠেছে। সঙ্গে নাচ-গান-আরতি আর দেবী বন্দনা। শারদীয় দুর্গাপূজা উৎসবে মেতে উঠেছে উপজেলার হিন্দু ধর্মাবলম্বী শিশু ও কিশোর-কিশোরীসহ সব বয়সী মানুষ। পূজা মণ্ডপগুলো সাজানো হয়েছে ভিন্ন ভিন্ন রূপে। তবে এসব মণ্ডপে সন্ধ্যা নামার পর পরই বিভিন্ন রংয়ের ঝলমলে আলোক সজ্জায় সৌন্দর্য ফুটে ওঠে। এছাড়া বিভিন্ন পূজা উদযাপন কমিটি আয়োজন করেছে সাংস্কৃতিক অনুষ্ঠানের।
জানা গেছে, পৌরশহরের চারটি এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১৪টি মণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে। এ বছর আইন০শৃঙ্খলা রক্ষার্থে রয়েছে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। প্রতিটি পূজা মণ্ডপ রয়েছে সিসি ক্যামেরার আওতায়। শুক্রবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। চলবে টানা পাঁচদিন।
মন্দিরের পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক বলেন, জাঁকজমকপূর্ণ পরিবেশে এবারো শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। দুর্গাপূজা উদযাপন কমিটি পাঁচ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে স্থানীয়সহ দেশের বিভিন্ন স্থানের আগত শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন হাওলাদার জানান, এ উপজেলার ১৮টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক থাকায় উৎসাহ-উদ্দীপনার মধ্যে ভক্ত ও দর্শনার্থীরা শারদীয় দুর্গাপূজা উদযাপন করছেন।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, প্রতিটা পূজা মণ্ডপে আনসার সদস্য এবং পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। থাকবে সাদা পোশাকে পুলিশের নজরদারি। একই সাথে পুলিশের টহল টিমও নিয়োজিত থাকবে। এছাড়া প্রতিটি মণ্ডপই সিসি ক্যামেরার আওতায় রয়েছে। আশা করছি শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হবে।