ঢাকা-১৭ উপনির্বাচন: যে সাতজন রয়ে গেলেন

0

ঢাকা-১৭ আসন উপনির্বাচনে সাতজনের মনোনয়নপত্র বৈধ আর আটজনের বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। 

আজ রবিবার দুপুরে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান। তিনি জানান, ঢাকা-১৭ আসনে মোট ১৫ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। তাদের মধ্যে বাছাইয়ে সাত জনের মনোনয়ন বৈধ আর বাকি আটজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

মনোনয়নপত্র বাতিল হওয়া আটজন হলেন- জাতীয় পার্টির রওশন এরশাদপন্থী মো. মামুনূর রশিদ, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, বিএনএফের মো. মজিবুর রহমান; স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম, মো. তারিকুল ইসলাম ভূঞাঁ, আবু আজম খান, মুসাউর রহমান খান ও শেখ আসাদুজ্জামান জালাল। 

ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ১৫ জুন। মনোনয়নপত্র বাছাই ১৮ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here