ঢাকা রিজেন্সিতে বারবিকিউ উৎসব

0

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট খাদ্য অনুরাগীদের জন্য তার রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে আয়োজন করেছে বার-বি-কিউ ফিয়েস্তা। যা গত ১৬ নভেম্বর থেকে শুরু হয়ে চলছে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ।

ঢাকার স্কাইলাইনের মনোমুগ্ধকর পরিবেশ এবং মনোরম দৃশ্যের জন্য বিখ্যাত রেস্টুরেন্টটি বার-বি-কিউ ফিয়েস্তার জন্য উপযুক্ত জায়গা। ম্যারিনেট করা মাংস থেকে শুরু করে গ্রিল্ড শাকসবজি; প্রতিটি প্লেটের জন্য কিছু না কিছু আছে। ইভেন্টে একটি বৈচিত্র্যময় মেনু থাকবে, যাতে মাংসপ্রেমীরা এবং নিরামিষাশীরা উভয়েই তাদের বার-বি-কিউ ফিয়েস্তা উপভোগ করতে পারবেন, যার মূল্য শুরু ১৫৫০++ থেকে; সঙ্গে তাজা, সুস্বাদু মাংস এবং সামুদ্রিক খাবার সাইড ডিশ হিসেবে তো থাকছেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here