ঈদুল ফিতর আর পহেলা বৈশাখ– এ দুই উৎসব সামনে রেখে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট বিভিন্ন সার্ভিসে দিচ্ছে নানা আকর্ষণীয় অফার ও ডিসকাউন্ট।
মাত্র ৪৯৯৯ টাকায় হোটেলটির ৬তলায় অবস্থিত জনপ্রিয় গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে অতিথিরা ঈদ স্পেশাল ব্যুফে ডিনার এবং পহেলা বৈশাখের লাঞ্চ ও ডিনারে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার নিয়ে স্পেশাল বুফে উপভোগ করতে পারবেন।