ময়মনসিংহে রেললাইনের ওপর উঠে পড়া একটি ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এই ঘটনার পর পৌনে দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে সোমবার রাত সোয়া ৯টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে, সোমবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ নগরীর কেওয়াখালী রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে। ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক খান গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।
নাজমুল হক খান আরও বলেন, খবর পেয়ে রিলিফ ট্রেন সেখাসে গিয়ে প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় ট্রেনের বিকল ইঞ্জিন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে নিয়ে আসলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়।
এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের উপ-পরিদর্শক দীপক গণমাধ্যমকে বলেন, নিহত মজিবুর রহমান ত্রিশাল উপজেলার বানিয়াধলা গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।