ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

0

 

রাউফুর রহমান পরাগ : ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বদরুল আলম সুমনের ওপর হামলার প্রতিবাদে আশুলিয়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

শুক্রবার (২৮ মার্চ) সকাল ১১টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুত এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। 

এ সময় তারা আশুলিয়ার পল্লীবিদ্যুত এলাকার স মিল রোড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে কবরস্থান রোড এলাকায় গিয়ে শেষ করেন। এ সময় তারা সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন। 

এ সময় তারা বলেন, আমরা ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বদরুল আলম সুমন ভাইয়ের ওপর পরিকল্পিতভাবে  বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার জন্য  হামলার করা হয়। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি, সদস্য সচিব আসাদুজ্জামান মোহনের কাছে হামলাকারী আওয়ামী থেকে অনুপ্রবেশকারী যুবলীগ সন্ত্রাসী  আব্দুল হালিম বাবু ওরফে হৃদয় দয়ালকে অতিবিলম্বে দল থেকে বহিষ্কারের দাবি জানাই এবং যুবলীগ সন্ত্রাসী হৃদয় দয়াল বাবু কে গ্রেপ্তারের দাবি জানাই। 

এ বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আরিফ হোসেন, সদস্য আসলাম হোসেন এবং ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের  আহবায়ক কমিটির সদস্য তামিম ইকবাল, এনামুল হক মনি ও আবুল কালাম আজাদ,

এ সময় আরো উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলনেতা জাহিদুল ইসলাম, ঢাকা জেলা ছাত্রদল নেতা, কাওসার মাহবুব, আব্দুল্লাহ সহ স্থানীয় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here