ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে নেতাকর্মীদের নিয়ে অবরোধবিরোধী মিছিল করেছে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ।
মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের নেতৃত্বে এই মিছিলটি বের হয়।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান বলেন, আমরা সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সর্বদা প্রস্তুত রয়েছি। বিএনপি জামায়াত কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। আমাদের এমপি একেএম শামীম ওসমানের নির্দেশনায় সকাল থেকেই নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান করছে।
রাজপথে থেকেই বিএনপি জামায়াতের নৈরাজ্য মোকাবেলা করবেন বলে জানান তিনি।