আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে ঢাকা ও খুলনা বিভাগে হালকা বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। বলা হয়েছে, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিক, শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একদিন আগে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ৮ ডিগ্রি থেকে হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকাল থেকে ঢাকার আকাশ কিছুটা মেঘলা রয়েছে। মাঝে মাঝেই মেঘের আড়ালে মুখ লুকাচ্ছে সূর্য।