ব্যতিক্রমী আয়োজনে ঢাকা ইউনিভার্সিটি আ্যলামনাই ইন দ্য ইউকে ৫৫তম বিজয় দিবস উদযাপন করেছে। লন্ডনের স্থানীয় একটি হলে দুই পর্বে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
সহ-সভাপতি রিপা সুলতানা রাকীবের তত্ত্বাবধানে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে বিজয় দিবসের অনুষ্ঠানের সূচনা করা হয়।
সংগঠনের সভাপতি সিরাজুল বাসিত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের আলোচনা ও স্মৃতিচারণ পর্ব পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান।
সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসানের পরিচালনায় সাক্ষাৎকার ভিত্তিক স্মৃতিচারণ ও বক্তৃতা পর্ব অনুষ্ঠিত হয়। স্মৃতিচারণ পর্ব স্মৃতির জানালা কোষাধ্যক্ষ সৈয়দ জাফরের উপস্থাপনায় প্রথমেই স্মৃতিচারণে অংশ নেন সংগঠনের উপদেষ্টা শাহগীর বখত ফারুক ও বীর মুক্তিযোদ্ধা, সংগঠনের উপদেষ্টা আবু মুসা হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক মাহারুন আহমেদের উপস্থাপনায় স্মৃতিচারণে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা, সংগঠনের উপদেষ্টা দেওয়ান গৌস সুলতান ও উপদেষ্টা আব্দুর রাকীব। সহ-সভাপতি নিলুফা ইয়াসমীন হাসানের উপস্থাপনায় স্মৃতিচারণে অংশ নেন উপদেষ্টা সহুল আহমেদ মকু, নির্বাহী সদস্য প্রশান্ত লাল দত্ত পুরকায়স্থ বিইএম এবং সাধারণ সম্পাদক এম কিউ হাসানের উপস্থাপনায় স্মৃতিচারণে অংশ নেন নির্বাহী সদস্য মাহফুজা রহমান ও নির্বাহী সদস্য সৈয়দ আবু ইকবাল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা হাবিব রহমান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নির্বাহী সদস্য মারুফ চৌধুরী ও সহ-সভাপতি মির্জা আসাব বেগ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সঞ্চালনা করেন সাংস্কৃতিক সম্পাদক এরিনা সিদ্দিকী। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন, বিশিষ্ঠ শিল্পী রাশিদা বানু, তারেক সৈয়দ, সৈয়দ জুবায়ের, কেজেবি কনক, রিপা সুলতানা রাকীব, কাজী কল্পনা, নিলা নিকি খান, সাঈদা চৌধুরী ও সাঈদা তামান্নার গান উপস্থিত সকলে মুগ্ধ হয়ে উপভোগ করেন।

