ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু আজ

0
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু আজ

এবারের ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬ আসর শুরু হতে যাচ্ছে আজ শনিবার (৩ জানুয়ারি) থেকে।

বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে সকাল ১০ টায় পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) মেলার উদ্বোধন করা হবে।

রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এসব তথ্য জানিয়েছে।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, ‘এবারের মেলায় অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল বা প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেয়া হয়েছে।
অন-স্পট টিকিট কেনার পাশাপাশি অনলাইনে টিকিট সংগ্রহ করে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে মেলায় প্রবেশ করা যাবে।’

তিনি আরও বলেন, ‘যাতায়াত সুবিধা বাড়াতে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি কনসেশনাল রেটে ‘পাঠাও’ সার্ভিস যুক্ত হচ্ছে।’

উল্লেখ্য, এবারের বাণিজ্য মেলা শুরু হওয়ার কথা ছিল ১ জানুয়ারি। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে মেলার উদ্বোধনী অনুষ্ঠান পরিবর্তন করে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here