ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকে যেসব সিনেমা

0

৭৫ দেশের ২২০টি চলচ্চিত্র নিয়ে ১১ জানুয়ারি শুরু হয়েছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে উৎসবের আয়োজন করেছে রেইনবো চলচ্চিত্র সংসদ।

শুক্রবার (১৭ জানুয়ারি) উৎসবের সপ্তম দিন রয়েছে একাধিক সিনেমার প্রদর্শনী।

জাতীয় জাদুঘর (প্রধান মিলনায়তন)

বেলা ৩টা: মারিয়া (ইরান), বিকেল ৫টা: দ্য গার্ডিয়ান অব অনার (ফিলিপাইনস), সন্ধ্যা ৭টা: প্রিয় মালতী (বাংলাদেশ)

জাতীয় জাদুঘর (সুফিয়া কামাল মিলনায়তন)

বেলা ৩টা: টোগোল্যান্ড-প্রজেকশনস (ফ্রান্স, জার্মানি, টোগো), বিকেল ৫টা: সিগনোর (সৌদি আরব), সন্ধ্যা ৭টা: নো ল্যান্ডস টক, রাজিয়া, গ্রো উইথ দ্য ফ্লো, আ লেজি নুন, মাদার, পৈতৃক ভিটা (বাংলাদেশ)

শিল্পকলা একাডেমি (চিত্রশালা মিলনায়তন)

সকাল সাড়ে ১০টা: আন্ডার আ পায়া মুন (ফিলিপাইনস), বেলা ১টা: আই লাভ ইউ, টু দ্য মুন অ্যান্ড ব্যাক (চীন), বেলা সাড়ে ৩টা: ডিল অ্যাট দ্য বর্ডার (কাজাখস্তান), বিকেল সাড়ে ৫টা: শরতের জবা (বাংলাদেশ)

আলিয়ঁস ফ্রঁসেজ

সকাল সাড়ে ১০টা: মেলোডি (ইরান), বেলা আড়াইটা: আইল অব স্ন্যাকস (রিপাবলিক অব কোরিয়া), বিকেল সাড়ে ৪টা: দ্য টাওয়ার অব স্ট্রেন্থ (জার্মানি, সার্বিয়া)

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ

সকাল সাড়ে ১০টা: অটাভিজম (রাশিয়া), ফার্স্ট অন দ্য মুন (রাশিয়া), বেলা ১টা: দ্য সাইলেন্ট রুট (যুক্তরাজ্য), আ ওয়াক (রাশিয়া), আলট্রাভায়োলেট (বেলজিয়াম), স্কারলেট (বুলগেরিয়া), সলিটিউড (মেক্সিকো), বেলা ৩টা: ডিল অ্যাট দ্য বর্ডার (কাজাখস্তান), বিকেল ৫টা: পদাতিক (ভারত)

নর্থ সাউথ ইউনিভার্সিটি

সকাল সাড়ে ১০টা: অ্যাঞ্জেল অব রেভল্যুশন (রাশিয়া), বেলা ১টা: দ্য সাইলেন্ট রুট (যুক্তরাজ্য), আ ওয়াক (রাশিয়া), আলট্রাভায়োলেট (বেলজিয়াম), স্কারলেট (বুলগেরিয়া), সলিটিউড (মেক্সিকো), বেলা ৩টা: ইন ফ্লেমস (পাকিস্তান), বিকেল ৫টা: দ্য সাউন্ড ইজ লাউড, দ্য রিবার্থ অব বাংলাদেশ, ছাদ আকাশের গল্প, পথ, জুয়েলের চিঠি, সহযাত্রা (বাংলাদেশ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here