ঢাকা ক্যাপিটালসকে তিন উইকেটে হারিয়ে অবশেষে জয়ের মুখ দেখল সিলেট স্ট্রাইকার্স। ঘরের মাঠে জাকির হাসানের হাফসেঞ্চুরি এবং রনি তালুকদার, জাকের আলী অনিক ও আরিফুল হকের ফিনিশিংয়ে চলমান বিপিএলে প্রথম জয় পেল তারা। অন্যদিকে, এ নিয়ে ছয়টি ম্যাচ হারল ঢাকা।
১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই রাকিম কর্নওয়ালের উইকেট হারিয়ে ফেলে সিলেট। দ্বিতীয় ওভারে জর্জ মানসির উইকেট হারায় দলটি।
আবু জায়েদ রাহীকে সেই ওভারে দুটি চার মারলেও ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ তুলে বিদায় নেন মানসি। তার ব্যাটে আসে ১১ রান।
পঞ্চম ওভারের প্রথম বলে ফিরে যান দুই ছক্কায় ১৪ রান করা অ্যারন জোন্স। তবে রানের চাকা সচল রাখেন জাকির হাসান। পাওয়ার প্লে’র ছয় ওভারে তিন উইকেটে ৭৪ রান তোলে সিলেট। আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ২৫ বলে হাফসেঞ্চুরি তুলে নেন জাকির।
২৭ বলে সাতটি চার ও তিনটি ছক্কায় ৫৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। এর আগে অবশ্য ১১ রান করা নাহিদুল ইসলামকে ফেরান মোসাদ্দেক হোসেন সৈকত। দশম ওভারে দলীয় ১০৯ রানে জাকিরের উইকেট হারায় সিলেট। এরপর জাকির আলীর ১৭ বলে ২৪ এবং রনি তালুকদারের ২০ বলে ৩০ রানের ইনিংসে আবারও ম্যাচ ফেরে দলটি। শেষে আরিফুল হকের ১৫ বলে ২৮ রানের ইনিংসে জয় নিশ্চিত করে সিলেট।
এর আগে, শুরুতে ব্যাটিংয়ে নেমে রান খরা কাটিয়ে হাফসেঞ্চুরি তুলে নেন ঢাকার লিটন দাস। প্রায় ১৭০ স্ট্রাইক রেটে ৪৩ বলে খেলা ৭৩ রানের ইনিংসে লিটনের ব্যাট থেকে এসেছে ১০ টি চারের মার, এসেছে একটা ছক্কাও। লিটনকে সঙ্গ দিয়ে ৪৭ বলে ৫২ রানের ইনিংস খেলেন মুনিম শাহিরিয়ার।
তবে চিটাগং কিংসের বিপক্ষে গত ম্যাচে ব্যাট হাতে আলো কেড়ে নেয়া সাব্বির রহমান এই ম্যাচেও ব্যাট হাতে ছিলেন অনবদ্য। মাত্র ১০ বল খেলে করেছেন তিনটি ছক্কায় ২৩ রান। ঢাকার অধিনায়ক থিসারা পেরেরাও ৯ বলে খেলেছেন ১৮ রানের ক্যামিও ইনিংস। লিটন, সাব্বির, পেরেরার ব্যাটে ভর করেই ১৯৩ রানের সংগ্রহ পায় ঢাকা।