অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের (এবিবিএফ) একটি প্রতিনিধি দল ২৫, ২৬ ও ২৭ তারিখে ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠেয় ট্রেড ফেয়ারে অংশ নিচ্ছে। অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সফরকারী প্রতিনিধি দলে আছেন আব্দুল খান রতন, এএসএম মুজ্জামেল হোসেন বাবু, শফিক শেখ, নাজমুল হাসান ও নাইম আবদুল্লাহ।
সিডনিতে আগামী ৩ ও ৪ অক্টোবর দুই দিনব্যাপী অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস এক্সপো‘র প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম এই ট্রেড ফেয়ারে অংশ নিচ্ছে।
এই সাংবাদিক সম্মেলনে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, মন্ত্রণালয়ের অধীন এক্সপোর্ট প্রোমোশন ব্যুরো (ইপিবি), ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, বাংলাদেশ হাইকমিশন ক্যানবেরার হাইকমিশনার আল্লামা সিদ্দিকীসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধি দল উপস্থিত থাকবেন।