ঢাকায় পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদের কনসার্ট নিয়ে ঘটল আজব কাণ্ড। গায়ক ঢাকায় এলেও কনসার্টটি হয়নি। কনসার্টের ঘণ্টাখানেক আগে ফেসবুকে পোস্ট দিয়ে কনসার্ট স্থগিতের ঘোষণা দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন। অভিযোগ উঠেছে, তারা কনসার্টের শিল্পীদের সাথে যোগাযোগ করেনি। শিল্পীরা চেষ্টা করেও তাদের সাথে যোগাযোগ করতে পারেনি।
কনসার্টে অংশ নিতে যাওয়া ঢাকার শিল্পীরাও এখন জানেন না স্থগিত হওয়া কনসার্টটির ভবিষ্যৎ আসলে কি। অভিযোগ উঠেছে, ভেন্যু ঠিক না করেই টিকিট বিক্রি করেছে আয়োজক প্রতিষ্ঠান। তাদের সঙ্গে চেষ্টা করেও গণমাধ্যমের কেউ যোগাযোগ করতে পারেনি। তাদের মুঠোফোনও বন্ধ। ঢাকার শিল্পীরা এ নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন।
কনসার্টে অংশ নেয়ার কথা ছিলো এমন একজন শিল্পী গণমাধ্যমকে জানিয়েছেন, একজন বিদেশি অতিথি এসে প্র্যাকটিস করার পরও কনসার্ট বাতিল ও তার সাথে যোগাযোগ না করে এমন সিদ্ধান্ত নেয়া হতাশাজনক। অন্য শিল্পীরাও একই কথা বলছেন। তারা বলছেন, এটা কোনো ভালো উদাহরণ হতে পারে না।
আয়োজক প্রতিষ্ঠানটি তিন ক্যাটাগরিতে কনসার্টের টিকে বিক্রি করেছিল। জেনারেল ১ হাজার ৯৯৯ টাকা, মেলোডি জোন ৩ হাজার ৪৯৯ এবং প্রিমিয়াম ১০ হাজার টাকা। বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে কনসার্টটি হওয়ার কথা ছিল। তবে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে, মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন নামে আজকের কোনো বুকিং ছিল না। তবে তারা যোগাযোগ করেছিল, কিন্তু কোনো অর্থ পরিশোধ করেনি।
এমন কাণ্ডে বহু দর্শককেও হতাশ হয়ে ফিরতে হয়েছে। অনেকে ফুড কোর্ট ভাড়া নিয়েও ক্ষতির সম্মুখীন হয়েছেন। আগেও এমন ঘটনা ঘটানোর অভিযোগ আছে মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশনের বিরুদ্ধে।