ঢাকায় স্বস্তির বৃষ্টি

0

গত কয়েকদিন রাজধানী ঢাকায় ভ্যাপসা গরম অস্বস্তি বাড়াচ্ছিল। যদিও সঙ্গে দমকা বাতাসও ছিল। তবে ঢাকার তাপমাত্রা ক্রমেই বেড়ে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসে। মোখা আসার খবরে সারাদেশে বৃষ্টির পূর্বাভাস উপেক্ষা করে এ কদিন হয়নি বৃষ্টি। অবশেষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বৃষ্টি হয় ঢাকায়। তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি ছিল না।

আজ বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা। সকাল নয়টার পর থেকে শুরু হয় বাতাস, সঙ্গে বৃষ্টি। এতে অফিস যাত্রায় ভোগান্তি হলেও গরম কমায় কিছুটা স্বস্তি পায় রাজধানীবাসী।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, রংপুর বিভাগসহ রাজশাহী, নওগাঁ ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here