দেশঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকBy AmarNews.com.bd - July 26, 20230FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বুধবার সকালে রাজধানী গুলশানের আমেরিকান ক্লাবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে আটটা থেকে শুরু হয়ে বৈঠক চলে পৌনে দশটা পর্যন্ত।