ঢাকায় মঞ্চ মাতাবেন আতিফ আসলাম

0
ঢাকায় মঞ্চ মাতাবেন আতিফ আসলাম

আবারও ঢাকার মঞ্চ মাতাতে আসছেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। আগামী ১৩ ডিসেম্বর এক কনসার্টে অংশ নিতে যাচ্ছেন তিনি। এমনটাই জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ।

জানা গেছে, ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’ শিরোনামের কনসার্টে গান গাইবেন পাকিস্তানি এ সংগীতশিল্পী। রাজধানীর বসুন্ধরা মাঠে অনুষ্ঠিত হবে এই ওপেন এয়ার কনসার্ট। 

ওই দিন দুপুর ১টায় দর্শকদের জন্য ভেন্যুর গেট খুলে দেওয়া হবে। কনসার্ট শুরু হবে বিকেল ৫টায়, চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। শিগগিরই শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি।

টিকিট পাওয়া যাবে জেনারেল ও ফ্রন্ট ভিআইপি—এই দুই ক্যাটাগরিতে।

এর আগে, গত বছরের ২৯ নভেম্বর ঢাকা আসেন আতিফ আসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here