ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন

0
ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন

ঢাকায় শক্তিশালী ভূমিকম্পে নিহত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী বগুড়ার রাফিউল ইসলাম (২০) এর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বাদ যোহর বগুড়া শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। 

এ সময় জানাজায় অংশ নেন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। জানাজা শেষে শহরের নামাজগড় আঞ্জুমান-ই গোরস্থানে দাফন সম্পন্ন হয়। 

এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীর পুরান ঢাকার বংশালের কসাইটুলীতে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে ছাদের রেলিং ভেঙে পড়ে নিহত হন রাফিউল ইসলাম। তার লাশ রাতেই বগুড়া শহরের সূত্রাপুরস্থ পৈত্রিক বাড়িতে নিয়ে আসা হয়। মরদেহ আসার সংবাদ পেয়ে অনেকেই ছুটে যান তাঁদের বাড়িতে। এ সময় শোকাবহ পরিবেশে ভারী হয়ে উঠে পুরো মহল্লা। একটি ভূমিকম্পের অপ্রত্যাশিত ঝাঁকুনি কেড়ে নিল প্রাণবন্ত এক তরুণের জীবন। স্বপ্নভঙ্গের এই বেদনাই এখন বগুড়ার বাতাসে ভারী হয়ে আছে।

নিহত রাফিউল ইসলাম বগুড়া শহরের গোহাইল রোডের সূত্রাপুর এলাকার ওসমান গনির ছেলে। বাবা ওসমান গণি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারাম সরকারি টেকনিকেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন। 

রাফির স্বজনরা জানান, রাফি পরিবারে প্রথম সন্তান। ছোটবেলা থেকেই মেধাবী ও ভদ্র স্বভাবের জন্য পরিচিত ছিল সে। পরিবারের সকল আশা-স্বপ্নের কেন্দ্রবিন্দু ছিল এই তরুণ। তাঁর অকাল মৃত্যুতে যেন স্তব্ধ হয়ে গেছে পুরো পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here