অনুশীলনের সময় মাথায় বলের আঘাতে গুরুতর অসুস্থ হয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তাকে ছাড়াই সোমবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামে তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুইদিন চট্টগ্রামের একটি হাসপাতালে থাকার পর মুস্তাফিজকে ঢাকায় নিয়ে আসা হয়েছে।
আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের ফিজিও এস এম জাহিদুল ইসলামের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এরপর তাকে চট্টগ্রামের হাসপাতাল থেকে নেওয়া হয়েছে ঢাকার টিম হোটেলে। তার ক্ষত শুকানোর অগ্রগতিও ভালোই বলে জানিয়েছে কুমিল্লা। আগামী তিনদিন ড্রেসিং চালিয়ে যাওয়া হবে। এরপর ২৩ ফেব্রুয়ারি আবারও নিওরোসার্জন দেখে পরবর্তী করণীয় জানাবেন।