বিশ্বজুড়ে অক্টোবর মাসকে পালিত হচ্ছে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস হিসেবে। নারীদের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যান্সারগুলোর মধ্যে স্তন ক্যান্সার অন্যতম, যা সময়মতো শনাক্ত না হলে প্রাণঘাতী হয়ে উঠতে পারে। নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তের লক্ষ্যে ঢাকায় এভারকেয়ার হসপিটাল বিনামূল্যে ‘ব্রেস্ট হেলথ চেকআপ’ কর্মসূচি চালু করেছে।
এই কর্মসূচি ১৫ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। প্রতিদিন শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাসপাতালে বিনামূল্যে পরীক্ষা গ্রহণ করা যাবে।
এভারকেয়ার হসপিটাল ঢাকা বিশ্বাস করে, ‘প্রতিটি নারীর জীবনের গল্প আলাদা এবং প্রতিটি যাত্রাই গুরুত্বপূর্ণ’। তাই নারীর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ও রোগের প্রাথমিক শনাক্তকরণে হাসপাতালটি নিয়মিতভাবে নানা জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করে আসছে।
এভারকেয়ার হসপিটালের মেডিকেল অনকোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ বলেন, ‘বেশিরভাগ ক্ষেত্রেই ব্রেস্ট ক্যান্সার দেরিতে শনাক্ত হওয়ার ফলে চিকিৎসা জটিল হয়ে পড়ে। অথচ নিয়মিত স্ব-পরীক্ষা এবং বছরে অন্তত একবার স্বাস্থ্যপরীক্ষা অনেক নারীর জীবন বাঁচাতে পারে। এই প্রোগ্রামের মধ্য দিয়ে এভারকেয়ার এই বার্তাটিই দিতে চায় – সচেতন হোন, নিজেকে সময় দিন।’
এভারকেয়ার হসপিটালস বাংলাদেশের মেডিকেল সার্ভিসেস বিভাগের ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ বলেন, ‘আমরা বিশ্বাস করি যে, প্রাথমিক চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষত স্তন ক্যান্সারের মতো রোগের ক্ষেত্রে। এই ফ্রি ব্রেস্ট হেলথ চেকআপ প্রোগ্রামের মাধ্যমে আমরা নারীদের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে এবং সময়মতো সঠিক পদক্ষেপ নিতে উৎসাহিত করতে চাই। প্রাথমিক শনাক্তকরণ এবং সচেতনতা ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। আমরা নারীদের সুস্থতা নিশ্চিত করতে সবসময় তাদের পাশে আছি এবং তাদের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে সর্বোচ্চ মানের সেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
বিস্তারিত জানতে বা চেকআপ বুকিংয়ের জন্য এভারকেয়ার হসপিটালে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।