আগামী জানুয়ারিতে ঢাকায় আসবে ফুটবল বিশ্বকাপের ট্রফি। শুক্রবার সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম।
তিনি বলেন, ‘ইনশাল্লাহ জানুয়ারিতে ঢাকায় আসবে বিশ্বকাপ ট্রফি।’
পৃষ্ঠপোষক কোকাকোলার সঙ্গে মিলে প্রতিবারই বিশ্বকাপের আগে ট্রফি ট্যুরের আয়োজন করে ফিফা। এবারও বিশ্বকাপ ট্রফি ট্যুরের পৃষ্ঠপোষক কোকাকোলা। ঢাকায় ট্রফি এলে এর সঙ্গে ছবি তুলতে পারবেন ভক্তরা। তবে কোথায় ট্রফি প্রদর্শন করা হবে তা ঠিক হয়নি।
ঢাকার আগে ভারতের দিল্লি ও গুয়াহাটিতে ট্রফি প্রদর্শন করানো হবে। ২০২২ বিশ্বকাপের আগেও জুনে ঢাকায় আনা হয়েছিল বিশ্বকাপ ট্রফি। তখন ট্রফির সঙ্গে এসেছিলেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডার ক্রিস্তিয়ান কারেম্বু ও ফিফার সাত প্রতিনিধি। ২০১৩ ও ২০০২ সালেও ঢাকায় এসেছিল বিশ্বকাপ ট্রফি।
আগামী বছরের ১১ জুন শুরু হবে বিশ্বকাপের ২৩তম আসর। এবার তিন ভেন্যু যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে খেলা হবে।

