ঢাকায় আসছেন চীনের কমিউনিস্ট পার্টির ভাইস মিনিস্টার, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ কাল

0

চার দিনের সফরে ঢাকায় আসছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক দফতরের ভাইস মিনিস্টার সুন হাইয়া। আজ মঙ্গলবারই তার ঢাকার পৌঁছার কথা।

চীনের কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ এই নেতা আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

বাংলাদেশ সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সিপিসির ভাইস মিনিস্টার সুন হাইয়া।

চীনের কমিউনিস্ট পার্টির ওই নেতা প্রথম বাংলাদেশ সফরের সময় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন।

প্রসঙ্গত, চীনা রাজনীতিবিদ সুন হাইয়া সিপিসির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার হিসেবে দায়িত্ব নেওয়ার আগে সিঙ্গাপুরে তার দেশের রাষ্ট্রদূত ছিলেন।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here