ঢাকায় অনুষ্ঠিত হলো এক দিনের আন্তর্জাতিক পেইন কংগ্রেস ২০২৫। গত ১৩ এপ্রিল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই আয়োজন করা হয়। বাংলাদেশের ব্যথা ব্যবস্থাপনা ও চিকিৎসায় আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি ও গবেষণাভিত্তিক আধুনিক পদ্ধতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই আয়োজন করে বাংলাদেশ সোসাইটি ফর স্টাডি অফ পেইন (BSSP)। এতে সহযোগিতা করে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর স্টাডি অফ পেইন (IASP)। ২৬তম পেইন কংগ্রেসটিতে অংশ নেন দেশের চার শতাধিক চিকিৎসক।
“জ্ঞান অর্জন ও গবেষণার মাধ্যমে সীমাবদ্ধতা দূর করে যুগোপযোগী ব্যথার চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা”এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে আয়োজিত কংগ্রেসটি মূলত ব্যথা বিষয়ক চিকিৎসাবিজ্ঞানে একটি মাইলফলক আয়োজন। দেশী চিকিৎসকের পাশাপাশি এবারের কংগ্রেসে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, ইতালি, সিঙ্গাপুর, জাপান এবং আয়ারল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে আগত ১৪ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাকাল্টি ও ১৬ জন দেশি বিশেষজ্ঞ চিকিৎসক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ১৪টি বেস্ট পেপার প্রেজেন্টেশন, ১২টি পোস্টার প্রেজেন্টেশন ও ৪টি কর্মশালা অনুষ্ঠিত হয়। যা দেশি-বিদেশি গবেষকদের উদ্ভাবনী চিন্তা ও বৈজ্ঞানিক বিশ্লেষণের এক অনন্য সমাহার হয়ে উঠে।
এছাড়াও, দেশে ব্যথার চিকিৎসা সেবা ও প্রশিক্ষণ জেলা পর্যায়ে বিস্তারের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের নীতিমালা ভিত্তিক পলিসি মিটিং, একটি হাতেকলমে ওয়ার্কশপ এবং রাতে একটি সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা আয়োজন করা হয়।
এই কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের ব্যথা চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং চিকিৎসক, গবেষক ও স্বাস্থ্য প্রশাসকদের মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে একটি টেকসই ও বিজ্ঞানভিত্তিক সেবা কাঠামো গড়ে উঠবে বলে আয়োজকরা মনে করেন।