ঢাকাবাসীর গড় মাথাপিছু আয় ৫১৬৩ ডলার : জরিপ

0
ঢাকাবাসীর গড় মাথাপিছু আয় ৫১৬৩ ডলার : জরিপ

বাংলাদেশের মোট জিডিপির ৪৬ শতাংশই ঢাকাকেন্দ্রিক, আর মোট কর্মসংস্থানের ৪০ শতাংশ রয়েছে রাজধানীতে—এ তথ্য উঠে এসেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) প্রকাশিত ইকোনমিক পজিশন ইনডেক্স (ইপিআই) জরিপে।

আজ শনিবার ডিসিসিআই আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। সংগঠনের সভাপতি তাসকিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে জরিপের তথ্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক একেএম আসাদুজ্জামান পাটোয়ারি।

জরিপে বলা হয়েছে, দেশের গড় মাথাপিছু আয় যেখানে ২,৮২০ ডলার, সেখানে ঢাকার মানুষের গড় মাথাপিছু আয় ৫,১৬৩ ডলার।

ত্রৈমাসিক ভিত্তিতে দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড মূল্যায়নের লক্ষ্যে করা এই ইপিআই জরিপে উৎপাদন, বাণিজ্য, রপ্তানি, কর্মসংস্থান ও বিনিয়োগসহ নানা খাতের তথ্য তুলে ধরা হয়েছে।

ডিসিসিআইয়ের জরিপে দেখা যায়, শহুরে জনসংখ্যার ৩২ শতাংশ এবং দেশের মোট জনসংখ্যার ১১.২ শতাংশের বসবাস ঢাকায়—যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ। এছাড়া দেশের মোট রপ্তানির ৪০ শতাংশ আসে ঢাকা থেকে।

সংগঠনটি জানায়, উৎপাদন খাতের ৫৫.৮ শতাংশ নিয়ন্ত্রণ করছে ৩৬৫টি প্রতিষ্ঠান, সেবা খাতে ২৮৯টি প্রতিষ্ঠান এবং পোশাক খাতে ২১৪টি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করছে ৫৮.৬ শতাংশ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনীতির প্রায় ৮০ শতাংশই নির্ভর করছে অপ্রাতিষ্ঠানিক খাতের ওপর। তারা এই জরিপে কৃষিখাত অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন। দ্রুত পরিবর্তনশীল অর্থনীতিতে সময়োপযোগী ও তথ্যনির্ভর নীতিনির্ধারণ এখন অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here