ঢাকাকে ৮ উইকেটে হারাল বরিশাল

0

বিপিএলের আজকের ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৮ ‍উইকেটের ব্যবধানে হারিয়েছে বরিশাল। তামিম ও ডেভিড মালানের ব্যাটের ভর করে খুব সহজেই জয়ের বন্দরে পৌঁছায় বরিশাল।

৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলেছেন তামিম। আর ৪১ বলে ৪৯ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন মালান। ২৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় ১৪০ রানের টার্গেটে খেলতে নামা বরিশাল।

বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে বরিশালের মুখোমুখি হয়ে খেই হারিয়ে ফেলে শাকিব খানের দল ঢাকা। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে তামিম ইকবালের দলের বিপক্ষে মাত্র ১৩৯ রানে অলআউট হয়ে যায় দলটি।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। ব্যাট করতে নেমে আজও তানজিদ তামিম আর লিটন দাস মিলে ভালো শুরু করেছিলেন। তবে লিটন ছিলেন নিষ্প্রভ। তানজিদ তামিমের ব্যাট সচল থাকলেও লিটন ১৭ বল খেলে ১৩ রান করে আউট হয়ে যান।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে ঢাকা ক্যাপিটালসের। মুনিম শাহরিয়ার আউট হন শূন্য রানে। ৮ রান করে বিদায় নেন জিন পিয়েরে কোৎজে। সাব্বির রহমান আউট হন ১০ বলে ১০ রান করে। অধিনায়ক থিসারা পেরেরা তো রানের খাতাই খুলতে পারেননি। মোসাদ্দেক হোসেন সৈকত করেন মাত্র ১১রান। ২২ রান করে আউট হন ফারনুল্লাহ।

সবার চেয়ে ব্যতিক্রম ছিলেন তানজিদ হাসান তামিম। একাই লড়াই করেন তিনি। ৪৪ বলে খেলেন ৬২ রানের ইনিংস। ২টি বাউন্ডারি এবং ৪টি ছক্কার মার মারেন তিনি। ১৯.৩ ওভারে মাত্র ১৩৯ রানে অলআউট হয় ঢাকা ক্যাপিটালস।

ফরচুন বরিশালের হয়ে সফল বোলার ছিলেন স্পিনার তানভির ইসলাম। ৩৯ রান দিলেও তিনি নেন ৩ উইকেট। ফাহিম আশরাফ নেন ২ উইকেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here