টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই বিদেশি ওপেনারকে হারায় রংপুর রাইডার্স। ধাক্কা সামলে নিয়ে মাঝে রংপুরকে শক্ত ভিত গড়ে দিয়ে যান ইফতিখার আহমেদ ও সাইফ হাসান। সেই ভিতের ওপর দাঁড়িয়ে ঢাকা ক্যাপিটালসকে ১৯২ রানের চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে নুরুল হাসান সোহানের দল।
এদিন দলীয় ২০ রানেই সাজঘরে ফেরে রংপুরের দুই ওপেনার। দুই বিদেশি সাজঘরে ফেরার পর সাইফকে নিয়ে দলের হাল ধরেন পাকিস্তানের ইফতিখার। ১০৯ রানে ভাঙে এই জুটি। ৩৩ বলে ৪০ রান করে সাজঘলে ফেরেন সাইফ। ৩৮ বলে ৪৯ রান করে ফেরেন ইফতেখার।
এরপর খুশদিলকে সঙ্গে নিয়ে দলকে বড় সংগ্রহের পথে রাখেন সোহান। অধিনায়ক সোহান ১১ বলে ২৫ রান করে সাজঘরে ফিরলে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দিয়ে আসেন খুশদিল।
এই ব্যাটার শেষ দিকে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে রংপুরকে নিয়ে যান ১৯০ এর ঘরে। খুশদিলের ২৩ বলে ৩ ছক্কা ও চারে ৪৬ রানের ইনিংসে ৬ উইকেটে ১৯১ রানে থামে রংপুরের ইনিংস।